শংকরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি//বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে শংকরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টায় শুরু হয়ে দিনব্যাপী চলে ওই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার অনুষ্ঠান। শেষে ওইদিন বিকেল ৪টায় শংকরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল, সহকারী শিক্ষা অফিসার এস.এম বজলুল করিম, নলচিড়া ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি এইচ.এম শাহ্জাহান কবির, উপজেলা আওয়ামীলীগ নেতা মকবুল সরকার, পৌর যুবলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল।
বক্তব্য রাখেন শংকরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক খান মোঃ সোহেল, সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম মিরাজ, রাশিদা সইসলাম, ইয়াসমিন আক্তার প্রমূখ।