রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গনহত্যা, ধর্ষন, ঘরবাড়ী জ্বালিয়ে দেওয়া ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে পিরোজপুরের স্বরূপকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা জমিইয়াতে হিজবুল্ল¬াহর উদ্যোগে ওই কর্মসুচি পালন করা হয়। সকালে জগন্নাথকাঠি বন্দর জামে মসজিদ চত্বরে হিজবুল্ল¬াহ কর্মীরা সমবেত হতে থাকে। সেখান থেকে কেন্দ্রীয় ছাত্র হিজবুল্ল¬াহর ব্যানারে ছারছীনা মাদ্রাসার কয়েক হাজার ছাত্রদের এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে মেডিকেল এ্যাসিষ্ট্রান্ট মাসুম বিল্ল¬াহর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় জমিইয়াতে হিজবুল্লাহর নাজেমে আলা (সম্পাদক) অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক, ছারছীনা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন ছালেহী, শিক্ষক মাওলানা আজম অহিদুল আলম, যুব হিজবুল্ল¬াহর সভাপতি মাওলানা মফিজ উদ্দিন জিহাদী, মাওলানা মো. আবু সাঈদ, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা রুহুল আমিন আফসারী, জমিইয়াতুল মোদাররেছিনের উপজেলা সম্পাদক মাওলানা মশিউর রহমান প্রমুখ। এরপর রোঙ্গিাদের হেফাজত ও কল্যান কামনা করে মোনাজাত করা হয়।