কমলগঞ্জে বছরের প্রথম বজ্রপাতে সৃষ্ট অগ্নিকান্ডে এক শিশুর মৃত্যু, আহত-৩

জয়নাল আবেদীন,কমলগঞ্জ//বছরের প্রথম দিনের বজ্রপাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর রাসটিলা গ্রামে ৫ম শ্রেণি পড়–য়া এক শিশুর মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে। একই সময়ে বজ্রপাতে গ্যাস লাইনের রাইজার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে শমশেরনগর বাজারে এক চিকিৎসকের বাসার মালামাল পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরের প্রথম রবিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহওয়া সৃষ্টি হয়। ঝড়ো বাতাস, ভারী বর্ষন ও বজ্রপাতের ঘটনা ঘটে। বাড়ির সামনে জমিতে খেলার সময় আকষ্মিক বজ্রপাতে উপজেলার সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি ছাত্র রিফাত মিয়া (১০), সবুজ মিয়া (১৮), ওয়াকিল মিয়া (১৩) ও চকন মিয়া (১৪) আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রিফাত মিয়া মৃত্যু হয়। নিহত রিফাত গ্রামের জসিম মিয়ার ছেলে। আহত অন্য তিনজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বজ্রপাতে গ্যাস পাইপ লাইনের রাইজার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহ্বেুল হক এর বাসার কম্পিউটার, টিভি, কাপড় চোপড়, দরজা-জানালা পুড়ে ছাই হয়। কমলগঞ্জ দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় হয়েছে বলে শমশেরনগর ইসলামিক মিশনের স্টাফ খাইরুল আমীন জানান। কমলগঞ্জ দমকল বাহিনীর ফায়ারম্যান পরিমল সিংহ জানান, বজ্রপাতে গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকান্ডে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুর হক বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু ও তিন শিশু আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতের পরিবার ও আহতরা আর্তিক সহায়তা পাবে। অগ্নিকান্ডের ঘটনায় তিনি আরও বলেন, আগুন লাগার কথা শুনেছেন। ক্ষতিগ্রস্থরা যোগাযোগ করলে সরকারীভাবে সাহায্যের ব্যবস্থা করা হবে।