ট্রাম্পের জরুরী অবস্থা ঘোষণা

মোঃমাসুম বিল্লাহ্, অনলাইন ডেস্ক//মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে সরকারি অর্থ বরাদ্দ পেতে শুক্রবার জাতীয় জরুরী অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ডেমোক্রেট দলের সদস্যর লড়াই করার কথা জানিয়েছেন । তারা বলছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত মার্কিন সংবিধান পরিপন্থী।
মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটি গুরুত্বপূর্ণ কমিটি শুক্রবার জানায় তারা তাৎক্ষনিকভাবে ট্রাম্পের জাতীয় জরুরী অবস্থার তদন্তে একটি তদন্তকারী দল গঠন করছে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর দেয়া বিবৃতিতে মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার ডেমোক্রেটিক দলের ন্যান্সি পেলোসি এবং সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমার যৌথ বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের এমন ঘোষণা পরিষ্কারভাবে কংগ্রেসের কাছে যতটুক একক ক্ষমতা যেগুলো আমাদের প্রতিষ্ঠাতারা সংবিধানে উল্লেখ করে দিয়ে গেছে সেটির পরিপন্থী।
মার্কিন এই জরুরী অবস্থা যদি আদালত এবং কংগ্রেস দ্বারা না আটকানো হয় তাহলে ট্রাম্প সরকারের অন্যখাতে থেকে অর্থ এনে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য খরচ করতে পারবেন।