গৌরনদীতে ৫ম শ্রেণীর শিশু স্কুল ছাত্রীকে অপহরণ করে ২দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ ধর্ষক গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি//পঞ্চম শ্রেণীর ছাত্রী (১১)কে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার রাতে উপজেলার পিঙ্গলাকাঠী গ্রাম থেকে বেল্লাল সরদার(২২) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ধর্ষিতার নানা একই গ্রামের শরিফুল হাওলাদার বাদি হয়ে অভিযুক্ত ধর্ষক বেল্লাল সরদারকে আসামি করে শিশু ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ওইদিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ধষিতা (১১) উপজেলার কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, উপজেলার পিংলাকাঠি গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রী (১১) ওই গ্রামে তার নানা শরিফুল হাওলাদারের বাড়িতে বসবাস করে আসছিল। সে পার্শ্ব কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা পড়ে। দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে পিঙ্গলাকাঠী গ্রামের কেতাবালী সরদারের ছেলে রাজমিস্ত্রী বেল্লাল সরদার (২২) ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রী বেল্লালের অভিভাবকদের জানালে বেল্লাল ক্ষিপ্ত হয়।
গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরার সময় টয়লেটের পাশে ওৎ পেতে থাকা বখাটে বেল্লাল তার ছাত্রীর মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়। এরপর বেল্লাল ওই ছাত্রীকে প্রতিবেশী মোবারক সরদারের পরিত্যাক্ত একটি টিনের ঘরের ভেতরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। স্বজনরা অনেক খোঁজাখুজি করে ছাত্রীকে না পেয়ে অভিযুক্ত বেল্লালের ওপর চাপ সৃষ্টি করে। পরে বুধবার বিকেলে বেল্লাল ওই ছাত্রীকে মোবারকের পরিত্যাক্ত ঘর থেকৈ বের করে দেয়। এ ঘটনায় ধর্ষিতার নানা বাদি হয়ে বেল্লাল সরদারকে আসামি করে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে উপজেলার পিঙ্গলাকাঠী গ্রাম থেকে মামলার আসামি রাজমিস্ত্রি বেল্লালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজমিস্ত্রি বেল্লালকে বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।