গৌরনদী উপজেলা ও কলেজ ছাত্রলীগের সভাপতি টিপু ও কামালের ২৮ তম মৃত্যু বার্ষিকী আজ

গৌরনদী প্রতিনিধি//আজ শুক্রবার ৯০ এর গনঅদ্ভুত্থান পরবর্তি ৯১ এর জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনা চলাকালে বোমার আঘাতে নিহত বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের তৎকালীন সভাপতি এইচ.এম কামাল হোসেনের ২৮তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, দুই নেতার কবরে পুষ্প মাল্য অর্পন, দিনব্যাপী কোরআন খানি, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত ও দুপুরে কাঙ্গালী ভোজ। দিনের সকল কর্মসূচিতে আওয়ামীলীগ ও তার সহযোগী সংঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য গৌরনদী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে।