গৌরনদী প্রতিনিধি//ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে জেলার গৌরনদী উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে এবারই সর্বপ্রথম বই ও বসন্তমেলা বুধবার সকালে উদ্বোধণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধণ করেন। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া প্রমুখ। শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক পদ্ধতি পরিদর্শণ করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।