মঠবাড়িয়ায় নব গৃহবধুর মরদেহ উদ্ধার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥পিরোজপুরের মঠবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে খাদিজা বেগম (১৯) নামের এক নব গৃহ বধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। থানা পুলিশ উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে ওই নিহত নব বধুর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে। নিহত খাদিজার স্বামি জাকারিয়া বরগুনা শহরে একটি ফার্ষ্ট ফুডের দোকানে কাজ করে। নিহত খাদিজার শ্বশুর ইউনুছ জানায়, গত ২ মাস আগে উপজেলার উত্তর মিঠাখালী (মাঝেরপুল) গ্রামের নুর আলমের মেয়ে নিহত খাদিজার সাথে একই উপজেলার দক্ষিন সোনাখালী গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে জাকারিয়া এর সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠে যথারীতি সাংসারিক কাজ কর্ম করছিল খাদিজা। কিন্তু কিছুক্ষণ পর তার শাশুড়ী তার ঘরের পিছনের বারান্ধায় আড়ার সাথে পুত্র বধুকে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্বার করে। নিহত খাদিজার খালা লিপু জানান, শ্বশুরবাড়ির লোকদের সাথে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। মেয়ের জামাইয়ের সাথেও ভাল সম্পর্ক ছিলনা। তবে শশুর বাড়ির লোকজন কৌশল করে আমার বোনের মেয়ে খাদিজাকে মেরে ফেলেছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মো. শওকত আনোয়ার জানান, খাদিজার নিহত হওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলার হয়েছে। মরদেহ লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। তবে আদৌ এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড তা লাশের ময়নাতদন্তের রির্পোট পেলে তদন্ত সাপেক্ষে বলা যাবে।