হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥পিরোজপুরের নাজিরপুরে মো. আকবর খান (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই মাদক ব্যবসায়ী নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামের মোবারেক শেখের পুত্র। নিহতের মেঝ ভাই মো. হায়দার খান জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের বের হন আকবর আজ শনিবার সকালে স্থানীয় চর রঘুনাথপুর হাফিজিয়া মাদরাসা সংলগ্ন একটি মাঠে স্থানীয় সায়েফ শেখের স্ত্রী রসুন বেগম ওই লাশ পড়ে থাকতে দেখে তাদেরকে জানান। থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, নিহত আকবর খান পুলিশের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। সে বাগেরহাট ও কচুয়া উপজেলায় এ ব্যবসা করেন। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে সকালে এ লাশের খবর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পকেটে নগদ ৪ হাজার ৮শত টাকা, ডান হাতে সিগারেটের প্যাকেট সহ মোবাইল আর বাম হাতে গ্যাস লাইট পাওয়া যায়। তার নাক থেকে রক্ত ঝরছিলো। তবে তার মৃত্যুর সঠিক রহস্য এথনও উদ্ধার করা যায়নি। স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল খান জানান, নিহত আকবর খানের ৩ ভাই ও ১ বোন রয়েছে। তবে তিনি কোন বিয়ে করেন নি।